কুষ্টিয়ার কুমারখালীর নোভা প্রাইভেট ক্লিনিকে ভুল অপারেশনে ৫ দিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যু হয়েছে। ১৮ ও ২২ তারিখে সিজারিয়ান অপারেশনে দুই প্রসূতির মৃত্যু হয়। শুক্রবার মরদেহ নিয়ে মৃতের স্বজনরা নোভা ক্লিনিকের মালিকের বিচার দাবী করেন। ক্লিনিকের মালিক বদরউদ্দিন পলাতক রয়েছেন বলে জানা গেছে। ক্লিনিক স্থায়ী সিলগালা করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, চলতি মাসের ১৫ তারিখে নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের রাশিদুলের মেয়ে মর্জিনার দ্বিতীয় সন্তান সিজারিয়ান অপারেশনের জন্য নোভা ক্লিনিকে গেলে অপারেশনের সময় প্রসূতির মুত্রনালী কেটে ফেলে ডাক্তার। পরবর্তীতে রোগীকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রসূতি মারা যান। এদিকে ২২ তারিখে একইভাবে যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনের ভুল অপারেশন করা হলে মারা যান। রোগীর স্বজনরা ক্লিনিক মালিক বদরউদ্দিনের বিচার দাবী করেছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ড. মো. আকুল উদ্দিন জানান, ভুল অপারেশনে রোগীর মৃত্যর খবর পাওয়ায় নোভা ক্লিনিকে তদন্তে এসে বেশকিছু ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগাল করা হয়েছে।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, নোভা ক্লিনিকের ভূল অপারেশনে ৫ দিনের ব্যবধানে যে দুই প্রসূতির মৃত্যু হয়েছে তারই প্রেক্ষিতে ক্লিনিকটি পরিদর্শন করে তাদের বেশকিছু ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ী সিলগালা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :