Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

১৬ লাখ টাকা বেতনে এনজিওতে চাকরি


দৈনিক পরিবার মে ২০, ২০২২, ০৩:০৮ পিএম ১৬ লাখ টাকা বেতনে এনজিওতে চাকরি

ঢাকাঃ বাংলাদেশে জনবল নিয়োগ দেবে আন্তর্জাতিক অলাভজনক উন্নয়নমূলক দাতব্য সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও)। ফাইন্যান্স কো-অর্ডিনেটর পদে কর্মী নেবে সংস্থাটি। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন। 

পদের নাম: ফাইন্যান্স কো-অর্ডিনেটর

পদ সংখ্যা: উল্লেখ নেই 

চাকরির যোগ্যতা: আর্থিক খাতে পেশাদার হতে হবে। 
প্রযুক্তিগত অ্যাকাউন্টিং এ দক্ষতাসম্পন্ন হতে হবে। 
আর্থিক ব্যবস্থাপনায় (সীমাবদ্ধ দাতা তাহবিল, রিপোর্টিং, সংগ্রহ পদ্ধতি, অনুদান ব্যবস্থাপনা, অনুদান সরঞ্জাম ইত্যাদি) দক্ষতা থাকতে হবে। 
নন-প্রফিট সংস্থার দাতা নিয়ম ও প্রবিধান সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 

অন্যান্য যোগ্যতা: মুক্ত মনের ও শ্রদ্ধাশীল হওয়ার ক্ষমতা থাকতে হবে। 
নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে। 
পজিটিভ পরিবর্তনের মাধ্যমে টেকসই কাজের সম্পর্ক গড়ে তোলার মানসিকতা থাকতে হবে। 
জ্ঞান অন্বেষণ ও ছড়িয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে।

চাকরির দায়িত্ব: প্রতিদিনের আর্থিক কার্যক্রম পরিচালনা করা 
আর্থিক সহায়তা প্রদান করা 
বাংলাদেশ ভিএসও এর জন্য কান্ট্রি অফিসের প্রকল্প ও আর্থিক প্রতিবেদন তৈরি 

কর্মস্থল: বাংলাদেশ 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

বেতন: বাৎসরিক ১৫,৮২,২৯৯ টাকা

আবেদন যেভাবে: আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন। 

আবেদনের সময়সীমা: ২৫ এপ্রিল, ২০২২।

Side banner