Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরিষাবাড়ীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দৈনিক পরিবার | শফিকুল ইসলাম জুলাই ২০, ২০২৫, ০৫:২৭ পিএম সরিষাবাড়ীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রবিবার (২০ জুলাই) ভোরে পঞ্চাশী বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান দিয়ে ইয়াবাবড়ি, হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তিন মাদক ব্যবসায়ের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাচপটল ও  কেরামজানি।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় পাশের ধনবাড়ী উপজেলার পাচপটল গ্রামের বাদল মিয়া দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলেন। বাদল মিয়া ও তার দলবল আজ রবিবার ভোরে পঞ্চাশী বাজার এলাকায় মাদক বেচাকেনা করছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। পরে যৌথবাহিনী পঞ্চাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাদল মিয়া(৩৫), নাজিম উদ্দিন (৩২) ও ময়নাল শেখকে (৫০) ১০৪টি ইয়াবা বড়ি, ২১ পুড়িয়া হেরোইন ও নগদ ৪২ হাজার ২৪০ টাকা সহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় আজ রবিবার দুপুরে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বাদী হয়ে মাদক ব্যবসায়ী বাদল মিয়াকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 
দুপুরে তিন মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিন মাদক ব্যবসায়ীর বাড়ি ধনবাড়ী উপজেলায়। 
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Side banner