Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুভ জন্মদিন


দৈনিক পরিবার আগস্ট ৭, ২০২২, ১১:১৬ পিএম শুভ জন্মদিন

‘হে নূতন
দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ।
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন।
রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন।
ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিস্ময়।’
২০১৮ সালের এই দিনে অর্থাৎ ৭ আগস্ট এই পৃথিবীতে আগমন ঘটে আইয়ান আমীর প্রত্যয় ও আরিয়ান আমীর প্রকৃতির। আজ তাদের চতুর্থ জন্মবার্ষিকী। আজকের এই দিনে প্রত্যাশা থাকলো অনন্ত, অসীম আর অপার সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত উম্মোচন করবে তোমরা। এই প্রকৃতির ফল, হাওয়া, জল, তৃণ, অরণ্য, নদী-নির্ঝরের ভালবাসায় আনিত্য-লালিত সময়গুলো ভরে উঠবে মধুরতায়। মৈত্রী ও মনুষ্যত্বের জয়গানের তুর্যধ্বনিতে মুখরিত আর মানবিক মহত্বের আলোকে সমুজ্জ্বল হয়ে উঠবে তোমাদের এই জীবন।
আরো প্রত্যাশা থাকলো সত্য নামক জীবন জিজ্ঞাসার রাঙা মশাল হাতে নিয়ে বাধন ছেড়া সাধন নিয়ে তোমরা দিকবিদিক ছড়িয়ে পড়বে। প্রার্থনা করি কোনো বিদ্বেষ বিষে জর্জরিত হয়ে নয়, জ্ঞান গরিমা আর মহাপান্ডিত্যেও নয়, পদবি, প্রতিভা, অর্থ বা খ্যাতিতে নয়, বরং তোমাদের কর্ম ও গুণে পরিচিত হবে সারা বিশ্বে, কথায় না বড় হয়ে, কাজে বড় হবে তোমরা। জীবনের সকল কর্মে ইতিবাচক মনোভাব, আর নৈতিক বুদ্ধি, শুভবুদ্ধি ও বিবেকবুদ্ধি জাগ্রত করে, হৃদয়ের উষ্ম উত্তাপ আর অন্তরের আত্যন্তিক তীব্রতায় সকলের মন জয় করে এগিয়ে যাবে সর্বত্র।
এক অস্থির সময়ে বেড়ে উঠছে তারা। এই দু:সময় সুনিশ্চিত কেটে যাবে একদিন।
নাজিম হিকমত এর কথা ধার করেই বলি-
‘দু;সময় থেকে সুসময়ে মানুষ পৌছে দেবে মানুষকে।
আমাদের ছেলেরা বড় হবে।
যে সমুদ্র সবচেয়ে সুন্দর তা আজও আমরা দেখিনি
সবচেয়ে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি,
সবচেয়ে সুন্দর শিশু আজও বেড়ে উঠেনি।’
পরিশেষে অন্য সকল সুন্দর ও শুভ দিনের ভিড়ে আজকের এই অনিন্দ্য সুন্দর ও শুভ জন্মদিনে তাদের জন্য সকলের শুভাশিষ প্রার্থনা করছি।

বিনীত
ডক্টর এ এফ এম আমীর হোসেন

মোসা: খাদিজা আক্তার মলি

 

Side banner