Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

হঠাৎ দেখা


দৈনিক পরিবার | সোনিয়া সরকার নিপা মে ২৯, ২০২৩, ০৯:৩৫ এএম হঠাৎ দেখা

হঠাৎ দেখা তোমার সাথে
কফির খাওয়ার বাহানা
তোমার জিবনে প্রথম
আমার আনাগোনা
স্বল্প আঁছে গল্প আছে
নিঃশব্দে ঘায়েল আমি
তুমি তো ছিলে, একটু কঠিন
না বলার এই চত্বরে
আমি বোধ হয় হারিয়ে ফেললাম
আমার গল্পের অন্দরে।
তুমি তো ছিলে, অচিন পাখি
এ মনের মানুষ হয়ে
খাঁচাতে রাখার সময় হেরেছে
উড়েছ ফাঁকি দিয়ে।
তুমি তো ছিলে, কথা হলো না
শব্দ ঋণের ভয়ে,
প্রেমের আওয়াজ শুনে
বিরহের তান ছেয়ে।
তুমি তো ছিলে, থাকো যেখানেই
ভালো থেকো, থেকো খুব সুখে
আমার অন্তর ভাষা শিখেছে
তোমার না বলা মুখে
তোমার দেওয়া প্রিয় নামটি
নিয়ে আমিতো আছি বেশ সুখে।

 

Side banner