Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

রাজধানীতে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২৫, ০৩:৫৪ পিএম রাজধানীতে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কলাবাগান থানার তেতুলতলা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইয়ামিন সিদ্দিকী নিশাত’কে গ্রেফতার করা হয়। 
অভিযানে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। 
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হয়।

Side banner