Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সেনাবাহিনী প্রধানের সাথে ডব্লিউজিইআইডি ভাইস চেয়ারপার্সনের সাক্ষাৎ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০২৫, ০৯:২৩ পিএম সেনাবাহিনী প্রধানের সাথে ডব্লিউজিইআইডি ভাইস চেয়ারপার্সনের সাক্ষাৎ

জাতি সংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের (ডব্লিউজিইআইডি) ভাইস চেয়ারপার্সন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 
সোমবার (১৬ জুন) সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গ্রাজিনা বারানোভস্কার। 
গ্রাজিনা বারানোভস্কা বিভিন্ন সংস্থায় (যেমন র‌্যাব, ডিজিএফআই, বিজিবি) অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 
জবাবে সেনাবাহিনী প্রধান জানান, এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন। 
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

Side banner