Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পাংশায় দুই শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুন ১৬, ২০২৫, ০১:২৩ পিএম পাংশায় দুই শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এ ঘটনা ঘটে।
বিকেলে ওই দুই শিক্ষার্থীর পরিবার থানায় মামলা দায়ের করে বলে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানিয়েছেন। মামলার আসামিদের একজন হাসমত আলী (১৮) কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের জেহের আলী মণ্ডলের ছেলে। আরেকজনের বাড়িও একই এলাকায়। সে অপ্রাপ্ত বয়স্ক (১৭) হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হল না।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, অস্টম শ্রেণি পড়ুয়া ভুক্তভোগী দুই শিক্ষার্থীর বাড়িও পাংশা উপজেলায়। রবিবার বেলা ১১ টার দিকে স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো দুই শিক্ষার্থী। পথে নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাদের পথরোধ করে পাশের পানের বরজের নিয়ে ধর্ষণ করে। বিষয় জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, এ বিষয়ে বিকেলে ওই দুই শিক্ষার্থীর পরিবার থানায় মামলা করেছে। পরে অভিযান চালিয়ে দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Side banner