Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

জিএসপি প্লাস সুবিধা পেতে ফ্রান্সের সমর্থন চাইলেন উপদেষ্টা তৌহিদ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:১৪ এএম জিএসপি প্লাস সুবিধা পেতে ফ্রান্সের সমর্থন চাইলেন উপদেষ্টা তৌহিদ

২০২৯ সালের পরও ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা অর্জনে ফ্রান্স বাংলাদেশের জন্য সমর্থন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের প্রচেষ্টার জন্য গভীর প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে তার সমৃদ্ধ অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাংলাদেশ সরকারের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও উন্নত ও গভীর করতে ভূমিকা রাখবে।
তৌহিদ হোসেন আশা প্রকাশ করেন, ২০২৯ সালের পরও ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা অর্জনে ফ্রান্স বাংলাদেশের জন্য সমর্থন অব্যাহত রাখবে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের গতিপথ বজায় রাখতে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রোহিঙ্গা সংকট সমাধানের পক্ষে ফ্রান্সের দীর্ঘদিনের সম্পৃক্ততার প্রশংসা করে বলেন, রোহিঙ্গা ইস্যুতে বৈশ্বিক মনোযোগ হ্রাস পাচ্ছে। এ সংকট সমাধানে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে ফ্রান্সসহ অন্যান্য অংশীদারদের আবারও টেকসই সম্পৃক্ততা কামনা করেন।

Side banner