Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:০৩ পিএম ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক। 
সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ডি আই ও-১, ওসি ডিবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 
সভার সভাপতি জেলা পুলিশ সুপার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও জেলা পুলিশের সকলকে তাদের নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ সদস্যদেরকে পুরষ্কৃত করা হয়।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট বিভিন্ন বিষয়ে তাদের দাবি দাওয়া ও প্রস্তাবনা উত্থাপন করেন। 
পুলিশ সুপার উত্থাপিত দাবি দাওয়া ও প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। 
কল্যাণ সভা শেষে পুলিশ সুপার ফোর্সদের খাবারের মেস, ব্যারাক, ডি স্টোর, রেশন স্টোর পরিদর্শন করেন এবং ফোর্সের আবাসন, নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

Side banner