Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

নড়াইলে চুরি করতে দেখে ফেলায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম  


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৯:২৬ এএম নড়াইলে চুরি করতে দেখে ফেলায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম  

চুরি করতে দেখে ফেলায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করেছে একদল চোর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। চোরের হাতে জখম ওই বাড়িওয়ালার নাম আশরাফ মোল্যা (৫৫)। তিনি নড়াইল সদর উপজেলার বগুড়া গ্রামের নূর মোহাম্মদ মোল্যার ছেলে। আশরাফ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন আশরাফ ও তার পরিবারের সদস্যরা। আনুমানিক রাত ১টার দিকে কয়েকজন চোর তাদের বেড়া কেটে বারান্দার একটি কক্ষে ঢোকেন। সেখানে ধান রাখা ছিল। চোরেরা ধান চুরি করার সময় হঠাৎ ঘুম ভেঙে যায় বাড়ির মালিক আশরাফের। তখন তিনি লাইট হাতে নিয়ে বারান্দার কক্ষের দিকে যান। এ সময় চোরদের মধ্যে একজনকে আশরাফ চিনে ফেলেন। এতেই বাঁধে বিপত্তি। হত্যার উদ্দেশ্যে আশরাফের মাথা ও বাম হাতে কুপিয়ে জখম করে। 
এ সময় আশরাফের চিৎকারে পরিবারের অন্য সদস্য ও আশেপাশে লোকজন ছুটে এলে দৌড়ে পালিয়ে যায় চোরেরা। পরে আশরাফকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আশরাফের ছেলে লিপটন মোল্যা বলেন, এর আগেও একবার আমাদের এখান থেকে ধান চুরি হয়েছিল। কিন্তু চোরকে ধরা যায়নি। গতকাল আবার চুরি করতে এলে একজন চোরকে আমার বাবা চিনে ফেলে। এ কারণে আমার বাবাকে হত্যার চেষ্টা করে তারা। তবে এ যাত্রায় আমার বাবা বেঁচে গেছেন। আমাদের ধারণা, এর আগেরবারও এরাই ধান চুরি করেছিল। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে এসেছিল।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Side banner