Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৩, ২০২৫, ০২:১৪ পিএম গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ডাম্প ট্রাকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। 
দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায়। তাদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। 
নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)। 
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান। 
স্টেশন মাস্টার বলেন, মঙ্গলবার রাত ১০টার পরে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় আমরা জানতে পারিনি।
তিনি আরও বলেন, ওই ট্রাকটিতে মাটি বহন করা হতো। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।

Side banner