Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চট্টগ্রামের ১১ থানার ওসি ও ৭ ইউএনও বদলী


দৈনিক পরিবার | চট্টগ্রাম প্রতিনিধি ডিসেম্বর ৭, ২০২৩, ১০:৪৮ পিএম চট্টগ্রামের ১১ থানার ওসি ও ৭ ইউএনও বদলী

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন এমন ইউএনওদের ছাড়তে হবে বর্তমান কর্মস্থল। সেই সাথে অন্তত ১১টি থানার ওসি বদলি করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে। এসব ওসি ৬ মাসের বেশি সময় ধরে বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও তালিকায় সবার শীর্ষে রয়েছেন দ্বীপ উপজেলা সন্দ্বীপের ইউএনও সম্রাট খীসা। ২০২১ সালের ৩০ ডিসেম্বর যোগদান করেন সন্দ্বীপে। এরপরে রাঙ্গুনিয়ার আতাউল গনি ওসমানী, পটিয়ার মোহাম্মদ আতিকুল মামুন, রাউজানের আবদুস সামাদ শিকদার, বোয়ালখালীর মোহাম্মদ মামুন, কর্ণফুলীর মো. মামুনুর রশীদ, মিরসরাইয়ের মাহফুজা জেরিন। তারা ২০২২ সালের মে, জুন ও অক্টোবর, ডিসেম্বর মাস নাগাদ এসব উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন। সে হিসেবে তাদের কারও এক বছরের বেশি, কারওবা কানায় কানায় এক বছর পূর্ণ হয়েছে। বাকি ৮ উপজেলা সাতকানিয়া, সীতাকুণ্ড, হাটহাজারী, আনোয়ারা, ফটিকছড়ি, লোহাগাড়া, বাঁশখালী ও চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের যোগদান চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বরের মধ্যে রয়েছে। ইসির চাওয়া অনুযায়ী তারা বদলি নাও হতে পারেন।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, যারা এক বছরের বেশি সময় ইউএনও হিসেবে কর্মস্থলে আছেন তাদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম জেলা পুলিশের ১৭ থানার মধ্যে ৬ থানার ওসি বদলির তালিকা ইসিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্।
তিনি বলেন, চট্টগ্রাম জেলায় ১৭ থানার মধ্যে ৬ থানার ওসি ছয় মাসের বেশি সময় ধরে স্ব স্ব থানায় আছেন। তাদের নাম বদলির জন্য প্রস্তাব করেছি।
চট্টগ্রাম জেলার বদলির প্রস্তাবিত ৬ ওসির তালিকায় রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন দায়িত্বে আছেন ৩ বছর ৩ মাস ১৭ দিন, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন ২ বছর ১ মাস ২১ দিন, মিরসরাই থানার ওসি কবির হোসেন দায়িত্বে আছেন ১ বছর ৯ মাস, সন্দ্বীপ থানার ওসির দায়িত্বে আছেন মোহাম্মদ সহিদুল ইসলাম ১ বছর ৩ মাস ১৮ দিন, সীতাকুণ্ড থানায় তোফায়েল আহমেদ ১ বছর ১ মাস ২১ দিন এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন দায়িত্ব পালন করছেন ১ বছর ধরে।
এছাড়া হাটহাজারী, রাঙ্গুনিয়া, দক্ষিণ রাঙ্গুনিয়া, ভূজপুর, ফটিকছড়ি, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া থানার ওসির কর্মকাল একই থানায় ৬ মাস পূর্ণ হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানার মধ্যে ৫ থানার ওসি ছয় মাসের বেশি সময় ধরে একই থানায় দায়িত্ব পালন করছেন, তাই তাদের নাম বদলির প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির উপ পুলিশ কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ।
তিনি জানান, আকবরশাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর, বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান, বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানী ও চকবাজার থানার ওসি মঞ্জুর কাদেরকে বদলির প্রস্তাব পাঠানো হয়েছে।

Side banner