Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
বিদিশা

সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামছেন


দৈনিক পরিবার | সিলেট প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২৩, ০৫:০৮ এএম সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামছেন

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভায় যোগদানের জন্য সিলেটে আসছেন জাতীয় পার্টির বিদিশা এরশাদ। সমাবেশের পাশাপাশি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে বিদিশা পুণ্যভূমি সিলেট থেকে আগামী সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে চান। 
বিদিশার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ, পুনর্গঠন প্রক্রিয়ার কো-চেয়ারম্যান দেওয়াল কুমার বড়ুয়া, বিদিশার রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. তানবির ইকবাল, যুগ্ম-মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমদ, মেজর (অব.) শিবলী মো. সাদিক, জাফর ইকবাল নিরব, কেন্দ্রীয় দফতর সম্পাদক নাফিস মাহবুব প্রমুখ। 
শুক্রবার (৬ জানুয়ারি) বিভাগীয় কর্মী সমাবেশ শেষে সিলেটে অসহায় গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণেরও কথা রয়েছে তার।
 

Side banner