Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

টঙ্গীবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মনির হোসেন মার্চ ১৮, ২০২৩, ১১:৫৮ পিএম টঙ্গীবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

“ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” শিরোনামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দেশব্যাপী চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ মার্চ) বিকাল তিনটায় টঙ্গীবাড়ি বেতকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ (বারেক), সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
আমন্ত্রিত অতিথি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সালমা হাই টুনি, সদস্য শেখ মো. জামাল হোসাইন, ইশতিয়াক আহমেদ জুয়েল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ খান বাবু, প্রধান বক্তা মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি কাজী সাজেদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Side banner