Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নাটোরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি


দৈনিক পরিবার | নাটোর প্রতিনিধি মার্চ ১৯, ২০২৩, ০৯:১৪ পিএম নাটোরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সোহেল কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাটোর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা মুর্শেদ আলম মিলন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন।
অনুষ্ঠানে নাটোর জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Side banner