Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

ঝালকাঠিতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে সমাবেশ


দৈনিক পরিবার | মশিউর রহমান রাসেল জুলাই ৪, ২০২৪, ১০:৪৭ এএম ঝালকাঠিতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝালকাঠিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহরের আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয়।মহিলাদল নেত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,  প্রধান বক্তা ছিলেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়েদ হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব  এডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) এডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এজাজ হাসান, নলছিটি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সম্পাদক জেড আই কামাল,
জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আজাদুর রহমান খান,মহিলাদল সাধারন সম্পাদক এডভোকেট সাকিনা আলম লিজা, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান, কৃষকদল সভাপতি তকদির হোসেন, তাতি দলের আহ্বায়ক বাচ্চু হাসান খান, মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক সরদার মো. শহিদুল্লাহ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু। এসময়ে আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুল কবির রানা, তারেকুর রহমান, নলছিটি উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেদায়েত উল ইসলাম সোহেল সহ সকল উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ। এসময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবী জানিয়েছেন।

Side banner