Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

মানিকগঞ্জে খেলাফত আন্দোলনের সমাবেশ


দৈনিক পরিবার | মো: আজহার হোসেন আগস্ট ২৫, ২০২৪, ০২:৫১ পিএম মানিকগঞ্জে খেলাফত আন্দোলনের সমাবেশ

মানিকগঞ্জে খেলাফত আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসিমী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন উলামায়ে আকরামগণ বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে দেশের জনগণ নিরাপদে ছিল না। আওয়ামী লীগ এবং তার সহযোগী রাজনীতি দলের নেতারা তাদের খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করেছে। আমরা যারা রাজপথে গণতন্ত্রের জন্য সংগ্রাম আন্দোলন করেছি তাদের ওপর জেল জরিমানার গুম খুন সহ স্টিম রোলার চালিয়েছে। আমাদের রাজনীতি করার কোন অধিকারই ছিল না।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাশাসক শেখ হাসিনাকে বিতাড়িত করতে পেয়েছি। অন্তবর্তীকালীন সরকারের নিকট আমরা জালিম সরকার স্বৈর শাসক শেখ হাসিনার বিচার দাবি করছি।
খেলাফত আন্দোলনের সভা শেষে বিজয় মেলার মাঠ হইতে একটি বিরাট মিছিল বের হয়। পরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে রাজ হোটেলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
পরে আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে তাদের জন্য এবং দেশ ও জনগণের কল্যাণের জন্য মোনাজাত করা হয়।

Side banner