যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (২৭ অক্টোবর) বিকালে রায়পুর রাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়।
জানা গেছে, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাতে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের ধলগাঁ রাস্তা মোড়ে দোকান লুটপাট, বিএনপির অফিসে আগুন ও মারপিটের ঘটনায় বিল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বাঘারপাড়া থানা পুলিশের পক্ষ থেকে আটকের সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিল্লাল হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে দলীয় ক্ষমতাকে পুঁজি করে লুটপাট ও বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
আটকের পর ওইদিনই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :