Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মনিরামপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ


দৈনিক পরিবার | মাসুদ রায়হান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ১১:০১ এএম মনিরামপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসকনের বিরুদ্ধে ছাত্র-সমাজের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমন্বয়ে বুধবার (২৭ নভেম্বর) দুপুওে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুরের অন্যতম সমন্বয়ক ফয়সাল মাহমুদ ও ফাহিম মুনতাসির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মনিরামপুর থানা সভাপতি ইসতিয়াক ইবনে জামান, ছাত্রদলের যশোর জেলার সদস্য জাকারিয়া হোসেন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ, ছাত্র অধিকার পরিষদ যশোর জেলার সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মনিরামপুর থানা সভাপতি ইসতিয়াক ইবনে জামান বলেন, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন মনিরামপুরে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করলে ছাত্র-সমাজকে সাথে নিয়ে কঠোরভাবে দমন করা হবে।

Side banner