Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:৪১ পিএম বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা

পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা দিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, এ ধরনের অনিয়মে জড়িত বিদেশি নাগরিকের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি, যাদের মধ্যে অনেক বাংলাদেশিও আছেন।
এ অবস্থায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তার সরকার। 
শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বার্তা দিয়েছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল।


তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক ভিসা আইন ভেঙেছেন। ২০২৫ সালে দেশজুড়ে অভিযান চালিয়ে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
ফাহমি ফাজিল জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যারা পর্যটক বা সামাজিক ভিসায় মালয়েশিয়ায় এসে পরে অবৈধভাবে কাজে জড়াচ্ছেন, তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভিসা সহজ করার সুযোগ নিয়ে যারা আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বলা হয়েছে।
মালয়েশিয়া সরকার বলছে, অনেক বিদেশি পর্যটন ভিসায় মালয়েশিয়ায় ঢুকে গোপনে চাকরি করছেন, যা দেশটির অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। এই পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Side banner