শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ রানাকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুর শহরের সিংপাড়া এলাকা থেকে সদর থানা পুলিশ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তারের পর বিকালে আদালতে সোপর্দ করে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম সাবেক ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ রানাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তার মেহেদী মাসুদ রানাকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, মেহেদী মাসুদ রানার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে। তিনি নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান পদে একাধিকবার নির্বাচন করেছিলেন।
আপনার মতামত লিখুন :