Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী পৌরসভার মেয়র হলেন মহিউদ্দিন আহম্মেদ


দৈনিক পরিবার | পটুয়াখালী প্রতিনিধি মার্চ ৯, ২০২৪, ০৯:৪০ পিএম পটুয়াখালী পৌরসভার মেয়র হলেন মহিউদ্দিন আহম্মেদ

পটুয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে টানা দ্বিতীয়বার জয়ী হলেন মহিউদ্দিন আহম্মেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার শফিকুল ইসলামের চেয়ে ১১ হাজারেরও বেশি ভোট পেয়েছেন তিনি। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর জানিয়েছেন, বেসরকারিভাবে মহিউদ্দিন আহম্মেদকে জয়ী ঘোষণা করা হয়েছে। জগ প্রতীকে মহিউদ্দিন আহম্মেদ পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকে ডাক্তার শফিকুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৫২২ ভোট।
তিনি বলেন, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে ১ জন এসআই, ২ জন এএসআই, ৪ জন পুলিশসহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪টিম র‌্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করেছে।

Side banner