চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ (শেষ) ধাপের ভোট হবে ২৫ মে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সিডিউল ঘোষণার পর থেকে কুড়িগ্রাম জেলায় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থীরাই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে। এবার নির্বাচনে প্রতীক বরাদ্দ না থাকায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী জোরেসোরে প্রচারণা চালাচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলায় আওয়ামী লীগের বর্তমান নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে শীর্ষে রয়েছেন। কুড়িগ্রাম সদর উপজেলায় আওয়ামী লীগের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন নয়ন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোঃ জাফর আলীর ২য় পুত্র জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রতন, পপুলার হসপিটাল লিঃ এর কর্ণধার আলহাজ্ব সাইদুল হাসান দুলাল সহ একাধিক নাম প্রাথমিক অবস্থায় পাওয়া গেছে।
উলিপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর নাম আবারো আলোচনায় শীর্ষে রয়েছে। উলিপুর উপজেলায় আওয়ামী লীগের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান তালুকদার সাজু সহ একাধিক নাম প্রাথমিক অবস্থায় পাওয়া গেছে।
রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির নাম আলোচনায় শীর্ষে রয়েছে। রাজারহাট উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান সহ একাধিক নাম পাওয়া গেছে।
ফুলবাড়ী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নতুন প্রার্থী হিসেবে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন এর নাম আলোচনায় শীর্ষে রয়েছে। ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবারো বর্তমান চেয়ারম্যান গোলাম রব্বানী ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ এর নাম পাওয়া গেছে।
নাগেশ্বরী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকুর নাম আলোচনায় শীর্ষে রয়েছে। একাধিক প্রার্থী তালিকায় নাগেশ্বরী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রুকনুজ্জামান (শিমু)’র নাম শোনা যাচ্ছে।
চিলমারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান (শাহীন)’র নাম আলোচনায় শীর্ষে রয়েছে। একাধিক প্রার্থী তালিকায় চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু’র নাম শোনা যাচ্ছে।
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন এর নাম আলোচনায় শীর্ষে রয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে একাধিক প্রার্থী তালিকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার এর নাম শোনা যাচ্ছে।
রৌমারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ইমান আলীর নাম আলোচনায় শীর্ষে রয়েছে। একাধিক প্রার্থী তালিকায় রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রৌমারী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ হারুনর রশিদ এর নাম শোনা যাচ্ছে।
রাজিবপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলমের নাম আলোচনায় শীর্ষে রয়েছে। একাধিক প্রার্থী তালিকায় রাজিবপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকবর হোসেন হিরোর নাম শোনা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :