Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

ঈদগাহ ও জানাজার স্থান উদ্বোধন করলেন চসিক মেয়র


দৈনিক পরিবার | ইসমাইল ইমন জুন ১৫, ২০২৪, ০৩:২০ পিএম ঈদগাহ ও জানাজার স্থান উদ্বোধন করলেন চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে তৈরি ঈদগাহ ও জানাজার নামাজের স্থান উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (১৪ জুন) বিকেলে উদ্বোধন হওয়া ৩০০ ফুট দৈর্ঘ্য এবং ৫২ ফুট প্রস্থের এই ঈদগাহে একত্রে নামাজ আদায় করতে পারবেন প্রায় দুই হাজার মুসল্লি।  
উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, এলাকাবাসী দাবি জানিয়েছিল এলাকায় ঈদগাহ ও নামাজে জানাজার জন্য কোন স্থান না থাকায় অনেক সময় সড়কে নামাজ আদায় করতে হতো। এর ফলে একদিকে যেমন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতো, অন্যদিকে মানুষের ভোগান্তি বাড়তো।
“মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের ঈদগাহ ও নামাজে জানাজার স্থান নিয়ে দীর্ঘদিনের সংকট নিরসন করতেই ২ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে এ প্রকল্প হাতে নিয়েছি। ঈদগাহ ও নামাজে জানাজার স্থানের চারপাশে ওয়াকওয়ে, বসার স্থান, ওজু ও টয়লেটের এবং লাশ ধোয়ার ব্যবস্থাও করেছি।

Side banner