Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সাবেক কৃষিমন্ত্রী শহীদের ভাই বদরুল গ্রেফতার


দৈনিক পরিবার | তিমির বনিক সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১০:৪২ এএম সাবেক কৃষিমন্ত্রী শহীদের ভাই বদরুল গ্রেফতার

আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোটভাই, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল'কে আটক করেছে যৌথ বাহিনী।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে বদরুলকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার সদর মডেল থানায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের কলেজছাত্র তোফায়েল আহমেদ শরীফ বাদী হয়ে সম্প্রতি একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি বদরুল যৌথ বাহিনীর অভিযানে আটক হন।

Side banner