কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ হারুনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
রবিবার (২৯ সেপ্টেম্বর) কুড়িগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গত ২১ আগস্ট হারুন সহ ৮৬ নেতাকর্মীর নামে ফুলবাড়ী থানায় পৃথক দুটি দায়ের হয়। ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন বাদী হয়ে ভাংচুর লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দুটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খন্দকার মিঠু, দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি তৌকির হাসান তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা খন্দকার পারুল সহ ৮৬ জন।
কুড়িগ্রাম জজ কোর্টের এ্যাডভোকেট আশরাফুল আলম জানান, জিআর ১৮০/২০২৪ নং মামলার অন্যান্য আসামীরা অনেক আগেই জামিনে মুক্ত হয়েছেন। আসামী হারুন অর রশিদ এতদিন পলাতক ছিলেন। গত রবিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।








































আপনার মতামত লিখুন :