Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

স্মরণ: জোহরা তাজউদ্দীন


দৈনিক পরিবার | মোহাম্মদ মনিরুজ্জামান ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৫৪ পিএম স্মরণ: জোহরা তাজউদ্দীন

জোহরা তাজউদ্দীন খ্যাতিমান রাজনীতিক, নারী নেত্রী, সমাজকর্মী, স্বাধীনতা সংগ্রামী। তিনি ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ সেরাজুল হক ঢাকা কলেজে আরবির অধ্যাপক ছিলেন এবং মাতা সৈয়দা ফাতেমা খাতুন ছিলেন গৃহিণী। 
জোহরা তাজউদ্দীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের সহধর্মিণী। 
আওয়ামী লীগের সাধারণ এক কর্মী থেকে নিজের মেধা ও যোগ্যতার গুণে দলের সব স্তরের নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। জোহরা তাজউদ্দীন ছিলেন নিভৃতচারী এক গভীর দায়িত্ববোধে তাড়িত মানুষ। বয়সকে বাধা মানেননি, দলকে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন-সংগ্রামে নেতৃত্বে গভীর মমতায় কাজ করে গেছেন। সংকটে জুগিয়েছেন এগিয়ে যাওয়ার সাহস। 
১৯৫৯ সালে তাজউদ্দীন আহমদের সঙ্গে তার বিয়ে হয়। এ দম্পতির একমাত্র ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তার ছেড়ে দেওয়া আসনে ২০১২ সালে উপনির্বাচনে জোহরা তাজের মেজো মেয়ে সিমিন হোসেন রিমি সংসদ সদস্য নির্বাচিত হন। তাদের আরেক কন্যা বিশিষ্ট লেখক ও গবেষক শারমিন আহমদ।
জোহরা তাজউদ্দীন ২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান।

Side banner