Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

হারে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বাংলাদেশের


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২৬, ২০২৫, ০৮:১৭ এএম হারে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বাংলাদেশের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে আফিদা-শামসুন্নাহারদের যাত্রাটা শুভ হয়নি। লাওসের ভিয়েনতিয়েনে গ্রুপের প্রথম ম্যাচে আফিদাদের ভুটানী ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ০-২ গোলে হেরেছে চাইনজি তাইপের কাউশিউং অ্যাটকার্সের বিপক্ষে। দুই অর্ধে একটি করে গোল করে জয়ী দল।
সপ্তাহ তিনেক আগে লাওসের এই ভিয়েনতিয়েন থেকেই আফিদারা সাফল্য নিয়ে ফিরেছিলেন। এএফসি অ-২০ নারী টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এবার ভুটানের ক্লাবের হয়ে সেই লাওসেই এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন আফিদা, স্বপ্না, রিপা, শামসুন্নাহার ও তহুরা। 
বাংলাদেশ নারী ফুটবলে টানা দুই বার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। অথচ বাংলাদেশের নারী ফুটবলের কোনো কাঠামো নেই। বাংলাদেশের কোনো ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে না। অথচ ভুটান, ভারতের ক্লাবগুলো খেলছে। তাই আফিদাদের বিদেশি ক্লাবের হয়ে এএফসি টুর্নামেন্ট খেলতে হয়। 
গত বছরও বাংলাদেশের তিন ফুটবলার ঋতুপর্ণা, মনিকা ও মারিয়া মান্দা রয়্যাল থিম্পু কলেজের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলেন। সেই বার থিম্পুতেই গ্রুপের খেলাগুলো হয়েছিল। এবার থিম্পু কলেজকে লাওসে গিয়ে খেলতে হচ্ছে।
আফিদাদের পরবর্তী ম্যাচ ২৮ আগস্ট উত্তর কোরিয়ার ক্লাব নায়েগোহ্যাংয়ের বিপক্ষে। ৩১ আগস্ট শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক লাওসের ক্লাব মাস্টার অ্যাসোসিয়েশন।

Side banner