Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নিয়ামতপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ১১:১০ এএম নিয়ামতপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ও থানা একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসে জয়লাভ করে থানা একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১২ ওভারের খেলায় ১০ উইকেটে থানা একাদশ ৭৭ রান সংগ্রহ করে। পরে ব্যাট করে উপজেলা প্রশাসন একাদশ। টানটান উত্তেজনার এ খেলায় ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় উপজেলা প্রশাসন একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে মতিউর রহমান।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ দুটি দলের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম প্রমুখ।

Side banner