Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

ভেড়ামারায় ভূমিসেবা সপ্তাহ শুরু


দৈনিক পরিবার | শান্ত হোসেন জুন ৮, ২০২৪, ০৮:০০ পিএম ভেড়ামারায় ভূমিসেবা সপ্তাহ শুরু

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন এর উদ্যোগে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ ভূমিসেবা সপ্তাহ। কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' শতভাগ  হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। শনিবার ৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন বলেন, ভূমি সংক্রান্ত কোন সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তাৎক্ষণিক আপনার সমস্যার সমাধান প্রদান করা হবে। আপনার জমি আপনি নিজে বুঝে শুনে নিন, অযথা দালাল বা তৃতীয় কোন ব্যক্তির সহিত টাকার মাধ্যমে লেনদেন করবে না এতে করে আপনার ক্ষতি হবে। ভূমিসেবা সপ্তাহে যেসব সেবা দেয়া হবে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি অবহিতকরণ। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবে।

Side banner