Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


দৈনিক পরিবার | আবু মাহাজ জুলাই ৩১, ২০২৪, ০৭:৩৭ পিএম ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগান কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে  আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে ভোলা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এসময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাহিন মজিদ জেলা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল সহ আরো অনেকে।

Side banner