ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান'র সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ৩০ অক্টোবর দুপুরে উপজেলা সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা'র সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা। সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ পক্ষে ওসি (তদন্ত) মোহাম্মদ শরিফুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, সভাপতি উপজেলা বিএনপির, মোঃ মাইনুল ইসলাম উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং হরিপুর উপজেলা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিগণ।
সভায় হরিপুর উপজেলার পূজামণ্ডপসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বর্তমান পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা। পরিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :