Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানে সরকারী সম্পদ উদ্ধার


দৈনিক পরিবার | লক্ষ্মীপুর প্রতিনিধি ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:০৯ পিএম লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানে সরকারী সম্পদ উদ্ধার

লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। অভিযানের ২য় দিন সোমবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। 
এতে প্রায় ১.২৫ কিলোমিটার সড়কের দু’পাশে থাকা ৭০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া সন্ধায় সাংবাদিকদের জানান, ২য় দিনের অভিযানে অভিযানে ৭০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে ৬ কোটি ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, কুমিল্লা-লালমাইল-চাঁদপুর-লক্ষ্মীপুর ও নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ১০৪ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে দালাল বাজার, উত্তর তেমুহনী ও ঝুমুর এলাকায় সড়কের দু’পাশে অবৈধ দখলদার, স্থাপনা, বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বলেন, সপ্তাহজুড়ে জেলা প্রশাসনের তদারকিতে উচ্ছেদ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পৌরসভা ও উপজেলাসহ ইউনিয়ন পর্যায়েও সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Side banner