চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাণিজ্যিক ভাবে গড়ে ওঠা মরু অঞ্চলের ফল রকমেলন বা সাম্মাম ফলের বাগান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের রকমেলন ফল বাগান পরিদর্শন করেন তিনি।
অনেকটাই তরমুজের মত দেখতে রসালো ও সুস্বাদু এই ফলের বাগান পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক সহ অনেকে।
জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, দেশের কয়েকটি দামী ফলের তালিকার মধ্যে রয়েছে রকমেলন ফল। বর্তমানে দেশের বিভিন্ন যায়গায় বাণিজ্যিকভাবে এই ফলের চাষ শুরু হয়েছে। এ বছর জীবননগর উপজেলায় প্রায় ১০ বিঘা জমিতে রকমেলন ফলের চাষ হয়েছে।
এটি একটি বিদেশি ফল। সাধারণত মরু অঞ্চলে এই ফলের চাষটি বেশি হয়ে থাকে। এই ফল উৎপাদন করতে বিঘাপ্রতি খরচ হয় ৫০/৬০ হাজার টাকা। বিঘাপ্রতি ফল বিক্রি হয় দুই থেকে আড়াই লক্ষ টাকা। বাজারে এই ফল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০/১০০ টাকা।
এর চাষ পদ্ধতি সহজ ও স্বল্প সময়ে অধিক লাভবান হওয়ার কারণে বর্তমানে জীবননগর উপজেলার অনেক কৃষি উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে এই ফল চাষ করার আগ্রহ প্রকাশ করছে।
আপনার মতামত লিখুন :