Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ৭, ২০২৫, ০১:৪৭ পিএম ১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম

চলতি মৌসুমে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১৫ মে এর আগে আম বাজারজাত করা নিষিদ্ধ।
বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষিবিদ, ফল গবেষক, আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ মে গুটি আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে এবারের আম পাড়া কার্যক্রম। ২২ মে থেকে গোপালভোগ, লকনা বা লক্ষ্মণভোগ ও রানিপছন্দ ২৫ মে আম সংগ্রহ করা যাবে। হিমসাগর ও খিরসাপাত ৩০ মে থেকে এবং ল্যাংড়া ও ব্যানানা আম ১০ জুন থেকে সংগ্রহ করা যাবে। আম্রপালী ও ফজলি আম ১৫ জুন থেকে সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
বারি-৪ জাতের আম জুলাই ৫ থেকে, আশ্বিনা আম ১০ জুলাই থেকে, গৌড়মতি ১৫ জুলাই ও ইলামতিসহ সব জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়াও কাটিমন এবং বিএআরআই-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যায়।  
এ বিষয়ের রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, নির্বাহী কর্মকর্তারা আম বাগান ও বাজার তদারকি করবেন এবং কেউ ‘ম্যাংগো ক্যালেন্ডার’ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, অপরিপক্ক ও ভেজাল আম বাজারজাতকরণ রোধে ২০১৫ সাল থেকে প্রতিবছর ‘ম্যাংগো ক্যালেন্ডার’ নির্ধারণ করে আসছে জেলা প্রশাসন।

Side banner