Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অধ্যাপক ইউনূস আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি: হাসনাত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০২৫, ০৫:১৫ পিএম অধ্যাপক ইউনূস আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি: হাসনাত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কয়েক দিন আগে বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, এ সিদ্ধান্ত আওয়ামী লীগের উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অধ্যাপক ইউনূস, ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।
তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। স্বাধীনতার পর বাকশাল কায়েম করে শেখ মুজিবুর গণতন্ত্রকে হত্যা করেন। সে সময়ে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল এই দল। এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের সংগঠন। তাদের নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই।
শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ, বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে যেসব দাবিতে আজ এখানে জমায়েত হয়েছি, সেটা আমাদের জন্য গর্বের কিছু নয়। বরং লজ্জার। ৫ আগস্ট সিদ্ধান্ত হয়ে গেছে, হাসিনার পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেডকার্ড দেখিয়ে দিয়েছে।’
তিনি বলেন, ৫ আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি-টুপিওয়ালা ভাইদের বায়তুল মোকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।
দুঃখ প্রকাশ করে তিনি আরো বলেন, আট মাস পরে এসে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার নাকি আমাদের নেই। 
আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শহীদদের রক্তের ওপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মহাসমাবেশে আরো বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ।

Side banner