জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শনিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট সনদপত্র ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সরিষাবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের উদ্যোগে ক্রেস্ট, সনদপত্র ও অনুদানের টাকা বিতরণ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি কিন্ডারগার্টেনের ২০৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক অনুদানের টাকা বিতরণ করা হয়।
ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি মো. আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যাক্ষ আব্দুল বারেক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সরিষাবাড়ী কিন্ডারগার্টেন দেভালপার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীনুর ইসলাম শামীম ও সহ-সভাপতি মনজুরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :