Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উদযাপন


দৈনিক পরিবার | সম্রাট হোসাইন জানুয়ারি ২৬, ২০২৫, ০৪:৩১ পিএম বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উদযাপন

আজ ২৬ জানুয়ারি/২০২৫। আন্তর্জাতিক কাস্টমস দিবস। প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৬টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে "কাষ্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি"। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদযাপন করছে। দেশের অন্যান্য এলাকার ন্যায় বেনাপোলে উদযাপিত হলো "আন্তর্জাতিক কাষ্টমস দিবস"-২০২৫। দিবসটি উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মতবিনিময় সভা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিশেষ পোস্টার ও উৎসাহব্যঞ্জক স্লোগান সম্বলিত স্টিকার, বিলবোর্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দেশের দ্বিতীয় বৃহত্তম কাস্টম হাইস,বেনাপোলে উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। কাস্টম হাউস বেনাপোলে অংশীজনদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কাস্টমস অফিসার ক্লাব প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি'র শুভ উদ্বোধণ ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল মজিদ উপাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।
"সেমিনার ও আলোচনা" সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ সিদ্দিকী, লেফটেন্যান্ট কর্নেল, অধিনায়ক, ৪৯ বিজিবি, যশোর। মো. শামছুর রহমান সভাপতি, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বেনাপোল। সিনিয়র সহ:সভাপতি-খায়রুজ্জামান মধু,সাংগঠনিক সম্পাদক-শাহাবুদ্দিন আহম্মেদ,কাষ্টম বিষয়ক সম্পাদক-আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক-মোস্তাফিজ্জোহা সেলিম, বন্দর বিষয়ক সম্পাদক-মেহের উল্লাহ চেকপোষ্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-সুলতান মাহমুদ বিপুল সদস্য-আমিনুল হক।
এ ছাড়াও বেনাপোল কাষ্টম হাউজের সকল উর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারী,রাজস্ব কর্মকর্তাবৃন্দ,চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ(ওসি-২)মো.ইব্রাহীম হোসেন, বেনাপোলে কর্মরত এনএসআই এবং ডিজিএফআই কর্মকর্তাবৃন্দ, কাস্টম বিভাগের সকল সিপাহীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।
এরপর স্বাগত বক্তব্য দেন- মো: হাফিজুল ইসলাম জয়েন্ট কমিশনার, কাস্টম হাউস, বেনাপোল। উপস্থিত অতিথিবৃন্দের নিকট বাংলাদেশ কাস্টমস-এর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন-এইচ এম শরিফুল হাসান অ্যাডিশনাল কমিশনার, কাস্টম হাউস, বেনাপোল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শেখ আবু ফয়সল মো. মুরাদ কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এবং সহ-সভাপতি- মো: কামরুজ্জামান কমিশনার, কাস্টম হাউস, বেনাপোল।
প্রবন্ধে বলা হয়েছে-“কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি”
কেবল রাজস্ব আহরণের ঐতিহাসিক ভূমিকা থেকে অগ্রসর হয়ে বিশ্বজুড়ে কাস্টমস বিভাগ এখন বৈধ বাণিজ্য সহায়তাকরণের উদ্দেশ্যে নতুন প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে দক্ষতার উনড়বয়ন, অপবাণিজ্য প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিধান এবং দেশীয় শিল্পের সুরক্ষা ও বিনিয়োগ-বান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়তার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশে দেশে কাস্টমসের এরূপ ভূমিকা অক্ষুন্ন রাখার যে প্রত্যয় এবং যুগের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতে উনড়বততর সেবা প্রদানের যে অংগীকার তা অর্জনে সদস্য দেশসমূহকে কার্যকরী ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতেই ডব্লিউসিও কর্তৃক অত্যন্ত স্বার্থকতার সাথে আন্তর্জাতিক কাস্টমস দিবস-এর এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। বহির্বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও দক্ষতা উনড়বয়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি অর্জনে তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যত প্রয়াসের উপর গুরুত্বারোপ করে আন্তর্জাতিক কাস্টমস দিবস, ২০২৫ উদযাপন করছে।

Side banner