Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বিশ্বনাথে কবরস্থান দখল করে ঘর নির্মাণ, ইউএনও বরাবর অভিযোগ


দৈনিক পরিবার | বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি মার্চ ১৮, ২০২৫, ০৯:৩৮ পিএম বিশ্বনাথে কবরস্থান দখল করে ঘর নির্মাণ, ইউএনও বরাবর অভিযোগ

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাগঞ্জ গ্রামে সরকারি কবরস্থান দখল করে মাটি ভরাট ও বসত ঘর নির্মাণে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বিবাদী করা হয়েছে মোট চার জনকে। এরা হলেন ভোলাগঞ্জ গ্রামের মৃত ইশাদ আলীর পুত্র ১। মোঃ লিটন মিয়া (৩৫), ২। আলী আকবর (৩০), ৩।আলী আছকর (২৫), ৪। শরিফ উদ্দিন (১৮)।
মঙ্গলবার ( ১৮ মার্চ)  ভোলাগঞ্জ গ্রামের আব্দুল  মুতলিবের ছেলে রফিক আহমদ গ্রামের পক্ষে একই গ্রামের মৃত ইশাদ আলীর ছেলে লিটন মিয়া, আলী আকবর, আলী আছকর, শরিফ উদ্দিনের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পত্রে  উল্লেখ করা হয়,  মৌজা- ভোলাগঞ্জ, জে.এল. নং- ৪৫, খতিয়ান নং-১, দাগ নং- ৮৭ মোং- ৪২ শতক কবরস্থান রকম ভূমি সিলেট জেলা প্রশাসকের নামে রেকর্ড চূড়ান্ত হয় ও মধ্য কলামে মুসলমান জনসাধারনের মৃত্যুবরণ করিলে কবর দিতে পারবেন বলিয়া রেকর্ড চূড়ান্ত প্রস্তুত আছে । পাকিস্তান আমল হতে তপশীল বর্ণিত ভূমিতে কবরস্থান হিসাবে ভোলাগঞ্জ এলাকাবাসীর কেহ মৃত্যুবরণ করিলে সেই স্থানে কবর দিয়া আসিতেছেন। কিন্তু সম্প্রতি বিবাদীগন আইন কানুনের তোয়াক্কা না করে পেশী শক্তি দ্বারা জোর বলে বেআইনী ভাবে উক্ত তপশীল বর্ণিত ভূমি বিবাদীগন সরকারী রাস্তার পাশে কবরস্থানের পূর্ব দিকে দোকান কোঠা ও কাঁচাঘর নির্মাণ করে এবং বর্তমানে পাকা বসতঘর নির্মানের জন্য মাটি ভরাট ও পাকা লিন্ডার নির্মান করিয়াছেন। অতীতে সরকার পক্ষ, বর্তমানে স্থানীয় পঞ্চায়েত লোকজনসহ আমি বিবাদীগণদের বাধা প্রদান করিলে বিবাদীগণ আমাদের কথা না মেনে উক্ত জায়গা অন্যায়ভাবে ভোগ দখল করার প্রচেষ্টা চালিয়ে আসছে। বাদী গ্রামের সরকারি কবরস্থান বিবাদীগণের কবল থেকে রক্ষার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে রফিক আহমদ বলেন, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক ১নং খতিয়ানের জায়গা বাদী পক্ষের বাড়ির পাশে হওয়ায় জোর জবরদস্তি করে দখল করে দোকান ও ঘর নির্মান করেছে। অতীতে কয়েকবার সরকার পক্ষের সার্ভেয়ার ও তহশিলদার জায়গা মেপে তাদেরকে নিষেদ করে আসলেও তারা এসবের তোয়াক্কা না করে এবার জোর দখল করে খাচ্ছে ।পঞ্চায়েতিভাবে বহুবার আপত্তি দিয়েও কাজ হয়নি।উল্টো পঞ্চায়েতকে জায়গাটি দেওয়ার জন্য  হুমকি দিয়ে আসছে।এ অবস্থায় আমি প্রশাসনের শরনাপন্ন হয়েছি।
গ্রামবাসী জানিয়েছেন, অনেকদিন ধরে লিটন গংরা জোর জবরদস্তি করে দখল করে জায়গার বাশ গাছ কাটছেন, এমনকি একটি পাকা দোকানও নির্মাণ করেছেন। প্রশাসন যেন বিষয়টা আমলে নেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় জানান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে অভিযোগের বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Side banner