Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বিজয়নগরে আসন পুনর্বিন্যাসে ক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:৪২ পিএম বিজয়নগরে আসন পুনর্বিন্যাসে ক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। 
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়কের চান্দুরা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিজয়নগর সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে এ আন্দোলনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর দক্ষিণ ও বিজয়নগর) আসনের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে আলাদা করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে বিজয়নগর বিভক্ত হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।
আন্দোলনকারীরা আরও বলেন, বিজয়নগরের মানুষ ঐক্যবদ্ধভাবে উন্নয়নের স্বপ্ন দেখে। কিন্তু এই আসন পুনর্বিন্যাস আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে। ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে বিজয়নগর এক ও অভিন্ন। চান্দুরা ও বুধন্তীকে কেটে অন্য আসনে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। আমরা চাই, অখণ্ড বিজয়নগরকে পূর্বের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অধীনে রাখা হোক।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করা না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন এবং ঢাকা-সিলেট মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবেন।
এদিকে অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। এতে হাজারো যাত্রী ও চালক ভোগান্তিতে পড়েন। আটকে পড়া যাত্রীদের অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

Side banner