Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

দুঃসংবাদ পেল পিএসজি


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:২৩ এএম দুঃসংবাদ পেল পিএসজি

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তারকা উসমান দেম্বেলে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে নতুন করে চোট পেয়েছেন এই ফরাসি তারকা। এই চোটের কারণে দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
পিএসজি আগেই ফ্রান্স দলের মেডিকেল টিমকে সতর্ক করেছিল দেম্বেলের শারীরিক অবস্থা নিয়ে। তবে সতর্কবার্তা সত্ত্বেও তাকে খেলানো হয়, আর সেখানেই ঘটে সর্বনাশ। তাই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়ায় তার ওপর বিরক্ত পিএসজি।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপে জানিয়েছে, এবার তাকে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এই সময়ে ক্লাবটির হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন তিনি।
এ সময়ে তিনি আটলান্টা ও মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ মিস করবেন। ১ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে লড়াইয়েও তার না থাকার সম্ভাবনা প্রবল। এমনকি বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও দেম্বেলে না থাকার শঙ্কা আছে।
পিএসজি অবশ্য মাঠের বাইরে খারাপ সময়ই পার করছে। তাদের আরেক তারকা দিজিরে দুয়ে পায়ের সোলিয়াস পেশির চোটে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ফলে একসঙ্গে দুই তারকাকে হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে ফরাসি ক্লাবটি।

Side banner