ভুটানের বেশ কয়েকটি দলের হয়ে দেশটির ঘরোয়া লিগে খেলছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। যেখানে রীতিমতো গোলবন্যা হতে দেখা যায়। তেমনই এক রেকর্ডগড়া ম্যাচে জ্বলে উঠলেন দুই বাংলাদেশি তারকা তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। উভয়ের হ্যাটট্রিকে ৪০-০ ব্যবধানে বড় জয় পেয়েছে রয়েল থিম্পু কলেজ ক্লাব (আরটিসি)।
ভুটানের ওমেন্স প্রিমিয়ার লিগে আরটিসি এফসির প্রতিপক্ষ ছিল সামসে ওমেন ফুটবল ক্লাব। আরটিসি এফসির হয়ে তহুরা-শামসুন্নাহার ছাড়াও থিম্পুর একাধিক ফুটবলারও হ্যাটট্রিক করেছেন। ৪০-০ ব্যবধানে জয়কে ভুটান নারী ফুটবল লিগের ইতিহাসে রেকর্ডও বলা হচ্ছে। এমন রেকর্ডময় ম্যাচে কার কত গোল তা হিসাব করাও ছিল দুষ্কর।
ক্লাবটির ফেসবুক পেজের আপডেট অনুযায়ী শামসুন্নাহার ৭টি এবং তহুরা ৬ গোল করেছেন। থিম্পু ক্লাবের হয়ে আরও তিন বাংলাদেশি ফুটবলার (শাহেদা আক্তার রিপা, স্বপ্নারানী ও আফিদা খন্দকার) খেলছেন। এর মধ্যে আফিদা কেবল এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হন।
আপনার মতামত লিখুন :