Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

শামসুন্নাহার ও তহুরার ডাবল হ্যাটট্রিকে ৪০ গোলের জয়


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:২২ এএম শামসুন্নাহার ও তহুরার ডাবল হ্যাটট্রিকে ৪০ গোলের জয়

ভুটানের বেশ কয়েকটি দলের হয়ে দেশটির ঘরোয়া লিগে খেলছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। যেখানে রীতিমতো গোলবন্যা হতে দেখা যায়। তেমনই এক রেকর্ডগড়া ম্যাচে জ্বলে উঠলেন দুই বাংলাদেশি তারকা তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। উভয়ের হ্যাটট্রিকে ৪০-০ ব্যবধানে বড় জয় পেয়েছে রয়েল থিম্পু কলেজ ক্লাব (আরটিসি)।
ভুটানের ওমেন্স প্রিমিয়ার লিগে আরটিসি এফসির প্রতিপক্ষ ছিল সামসে ওমেন ফুটবল ক্লাব। আরটিসি এফসির হয়ে তহুরা-শামসুন্নাহার ছাড়াও থিম্পুর একাধিক ফুটবলারও হ্যাটট্রিক করেছেন। ৪০-০ ব্যবধানে জয়কে ভুটান নারী ফুটবল লিগের ইতিহাসে রেকর্ডও বলা হচ্ছে। এমন রেকর্ডময় ম্যাচে কার কত গোল তা হিসাব করাও ছিল দুষ্কর। 
ক্লাবটির ফেসবুক পেজের আপডেট অনুযায়ী শামসুন্নাহার ৭টি এবং তহুরা ৬ গোল করেছেন। থিম্পু ক্লাবের হয়ে আরও তিন বাংলাদেশি ফুটবলার (শাহেদা আক্তার রিপা, স্বপ্নারানী ও আফিদা খন্দকার) খেলছেন। এর মধ্যে আফিদা কেবল এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হন।

Side banner