Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ঝিকরগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:০০ পিএম ঝিকরগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে দোকান ও ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, সহকারী সমাজ সেবা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে ইউএনও ভূপালী সরকার বলেন, প্রতিবন্ধী মানুষ ও ভিক্ষুকদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ কার্যক্রম শুধু সহায়তা নয়, বরং তাদের স্বনির্ভর জীবনের জন্য একটি নতুন দিগন্ত।
সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে থেকে তাদের আত্মনির্ভরশীল করতে সমাজসেবা অধিদপ্তর সর্বদা কাজ করে যাচ্ছে। আজকের এই সহযোগিতা তাদের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে ৮জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার এবং ৩জন ভিক্ষুকের মাঝে দোকান ও ১জনকে ভ্যান বিতরণ করা হয়। এসময় বক্তারা ভিক্ষুকদের কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসিত হওয়ার আহ্বান জানান।
উপকারভোগীরা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Side banner