Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

কাতারে ইসরায়েলের হামলা


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:১২ পিএম কাতারে ইসরায়েলের হামলা

আগ্রাসনবাদী ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, সেখানে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃস্থানীয়দের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সোয়া ৪টার দিকে দোহার একটি আবাসিক এলাকায় এ হামলা হয়।  
আল জাজিরা জানায়, বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তাদের বিমান বাহিনী কাতারে হামাসের শীর্ষ পর্যায়ের অবস্থানস্থলে হামলা চালিয়েছে। কয়েকদিন আগেই ইসরায়েলের সেনাবাহিনী প্রধান এয়াল জামির হুমকি দিয়ে বলেন, বিদেশে থাকা হামাস নেতাদেরও তারা হত্যা করবেন।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘অপরাধমূলক’ হামলা উল্লেখ করে নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, কাতার ‘সবচেয়ে কঠোর ভাষায়’ এই হামলার নিন্দা জানাচ্ছে। এই নৃশংস হামলা সব আন্তর্জাতিক আইন ও বিধির স্পষ্ট লঙ্ঘন এবং কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
তিনি আরও বলেন, কাতার রাষ্ট্র এই হামলার তীব্র নিন্দা জানিয়ে স্পষ্টভাবে জানাচ্ছে যে, এ ধরনের বেপরোয়া ইসরায়েলি আচরণ, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা এবং কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে টার্গেট করা কোনো পদক্ষেপকে সহ্য করা হবে না। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে।

Side banner