মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের ভেতর থেকে হারেজ আলী (৪৫) নামের এক পকেটমারকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী খোকন গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেদু মন্ডলের ছেলে, তিনি জানান, জমি বিক্রির দলিল লেখার পর সাব রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করলে পিছন থেকে এক ব্যক্তি তার ব্যাগে থাকা টাকা চুরি করার চেষ্টা করে। এ সময় কিছু টাকা মাটিতে পড়ে যায় এবং পাশে থাকা এক ভদ্রমহিলা ঘটনাটি টের পেয়ে তাকে জানান। পরে উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃত হারেজ আলী ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের তাহার আলীর ছেলে।
এ বিষয়ে গাংনী থানার এসআই সারোয়ার হোসেন জানান, আটককৃতকে থানায় আনা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :