Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
ধরা পড়ল নানা অনিয়ম

সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:১৭ এএম সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুদকের একটি টিম ছদ্মবেশে হাসপাতালে গিয়ে রোগীদের সেবা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে।
এ সময় দেখা যায়, পর্যাপ্ত ওষুধ মজুদ থাকা সত্ত্বেও রোগীদের তা সরবরাহ করা হচ্ছে না, বরং বাইরে থেকে কিনে আনতে বাধ্য করা হচ্ছে। তা ছাড়া, নিয়ম অনুযায়ী ওষুধ মজুদের তালিকা জনসমক্ষে প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও অভিযানকালে হালনাগাদ তালিকা পাওয়া যায়নি।
অভিযানে রোগীদের খাবারেও অনিয়ম ধরা পড়ে। নির্ধারিত ৯০ গ্রামের পরিবর্তে মাত্র ৪০-৫০ গ্রাম রান্না করা মাংস পরিবেশন করা হচ্ছিল। এসব অনিয়মের বিষয়ে দুদক টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়। অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানানো হয়।
দুদক নোয়াখালীর উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছি। অভিযানে নানা অনিয়ম পেয়েছি। কিছু নথিপত্র সংগ্রহ করেছি। নথিপত্র পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশন অনিয়ম-দুর্নীতির বিষয়টি প্রকাশ করবে এবং ব্যবস্থা নেবে। 
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইসরাত জাহান বলেন, আমরা সেবার মান উন্নয়নে কাজ করছি। দুদকের পাওয়া অনিয়মগুলো উড়িয়ে দেওয়ার কিছু নেই। আমাদের জনবলের সংকট প্রকট। ফলে কিছু অনিয়ম তৈরি হয়েছে। স্বল্প জনবল নিয়ে একরকম লড়াই করে দিনাতিপাত করছি। আমাদের গ্যাপগুলো যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় তাহলে তারা দ্রুত ব্যবস্থাগ্রহণ করবেন।

Side banner