Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নতুন রূপে ফিরছে ‘মির্জাপুর’


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৩০ এএম নতুন রূপে ফিরছে ‘মির্জাপুর’

নতুন রূপে ফিরছে মির্জাপুর। এবার ওটিটিতে নয়, বড় পর্দায় আসতে চলেছে মির্জাপুর। সিরিজের গল্পের উপর ভিত্তি করেই সিনেমা তৈরি হচ্ছে তবে ২০২৫-এ ‘মির্জাপুর’ রিলিজের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। 
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের শুরুর দিকেই ‘মির্জাপুর’ স্ট্রিম করতে পারে। তবে রিলিজ ডেট নিয়ে টালবাহানার পাশাপাশি এক নতুন গুঞ্জন শুরু হয়েছে। 
বাবলু পণ্ডিতের চরিত্রে নতুন মুখ আসতে চলেছে। জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসির পরিবর্তে ‘পঞ্চায়েত’ খ্যাত জিতেন্দ্র কুমারকে দেখা যেতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, গুরগাঁও ফিল্মসিটিতে ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জিতেন্দ্র শুটিংয়ে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। বাবলু পণ্ডিতের চরিত্রের জন্য প্রথমে বিক্রান্তের কাছেই প্রস্তাব যায়। বিক্রান্ত নাকি এই নতুন সিজনে অভিনয় করতে রাজি হননি।
বিক্রান্তের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানান, মির্জাপুর-এর প্রথম আলি ফজল অভিনীত গুড্ডু ভাইয়া চরিত্রটির মৃত্যু হয়। গল্পের স্বার্থে হয়ত বাবলু ভাইয়েরও মৃত্যু হতে পারে।
ঠিক সেই আশঙ্কা থেকেই বিক্রান্ত এই চরিত্রটি করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বিক্রান্তের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সিরিজের দুই প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি।

Side banner