Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

দেশে থাকলে আজকে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৮:২৯ পিএম দেশে থাকলে আজকে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ

ঢালিউডের একসময়ের জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ। বহু বছর আগেই চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। স্ত্রী-সন্তান নিয়ে স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে। মাঝেমধ্যে দেশে এলেও চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে আশাবাদী কোনো মন্তব্য শোনা যায় না তার কণ্ঠে। 
এবারও দেশে ফিরলে তার কণ্ঠে শোনা গেল হতাশাই। অভিনেত্রী জানালেন, দেশে থাকলে আজ হয়তো ভিক্ষা করে খেতে হতো তাকে।
রবিবার রাজধানীর এফডিসিতে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন আহমেদ শরীফ। 
তিনি বলেন, চলচ্চিত্রে কতজন মানুষ আছে যে নিশ্চিত করে বলতে পারে তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই। মিথ্যা বলার কিছু নেই। সবাই বলছে, শরীফ ভাই ঠিক জায়গায় আঘাত করেছে।
নিজের জীবনের বাস্তবতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, নিশ্চিত করে বলতে পারি আমাকে লোকেদের কাছে হাত পেতে ভিক্ষা করে খেতে হতো। বলতাম ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।
তিনি আরও বলেন, দেশে টিকে থাকার সংগ্রামের কারণে অনেক শিল্পী বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। আজকে আমি দেখছি অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছে। শুধু ফিল্মের নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছে। কারণ দেশে আনন্দ, বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, মঙ্গল করুক।
শিল্পীদের জন্য সরকারিভাবে সুরক্ষিত জীবনব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান এই খল অভিনেতা। তার ভাষায়, আমি আগামীতে যদি দেশে আসি সরকারের কাছে চাইব শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা থাকতে হবে। শিল্পীরা যেন নিশ্চিন্ত জীবন পায়, আমি সরকারের কাছে এ দাবি জানাব।
আহমেদ শরীফকে সর্বশেষ দেখা গেছে রাজকুমার ছবিতে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।

Side banner