Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

এবার শাড়িতে মুগ্ধতা ছড়ালেন জয়া


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:৩৫ এএম এবার শাড়িতে মুগ্ধতা ছড়ালেন জয়া

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কম নয়। প্রায় সময়েই ভক্তদের মুগ্ধ করতে নিজের নিত্য নতুন ছবি প্রকাশ করেন তিনি। সব পোশাকেই নজর কাড়তে দক্ষ জয়া। বিশেষ করে শাড়িতে বরাবরই আলো কেড়ে নেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রমটা ঘটেনি। জয়ার মিষ্টি হাসি ও অপরূপ গ্ল্যামার সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছে। 
শেয়ার করা ছবিতে দেখা যায়, সোনালী রঙের শাড়িতে ধরা দিয়েছেন জয়া। চোখের চাহনি আর মিষ্টি হাসি নেটিজেনদের নজর কেড়েছে। ছবি শেয়ার করে জয়া ক্যাপশনে লিখেছেন, ‘শাড়ি ভাইবস।’
এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা জয়ার বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘কালার কম্বিনেশন সব দারুণ অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘শাড়িতে সুন্দর লাগছে।’ 
উল্লেখ্য, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জয়া আহসান সমানতালে কাজ করে চলেছেন কলকাতার চলচ্চিত্রেও। অভিনয়ে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি সীমান্ত পেরিয়েও অর্জন করেছেন জনপ্রিয়তা। শুধু অভিনয় নয়, নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন তিনি।

Side banner